ফাহিম ফয়সালঃ যার যার মেধাসম্পদ রক্ষায় সৃজনশীল কর্মের কপিরাইট রেজিস্ট্রেশন করি এবং পাইরেসিকে 'না' বলি। © কপিরাইট সংক্রান্ত যে যে সেবাগুলো আমরা দিয়ে থাকিঃ ১. কপিরাইট সংক্রান্ত পরামর্শ। ২. কপিরাইট রেজিস্ট্রেশন।
আসুন কপিরাইট সংক্রান্ত কিছু বিষয়ে জেনে নেই
© কপিরাইট কিঃ
কপিরাইট হচ্ছে মেধা দ্বারা সৃজিত কর্মের ওপর রচয়িতার অধিকার। মূলত কপিরাইট দ্বারা মেধাসম্পদের ওপর প্রণেতা বা রচয়িতার নৈতিক ও আর্থিক অধিকার প্রতিষ্ঠিত হয়। যে কোন ধরণের সৃজনশীল কর্মকে কর্মের প্রণেতা বা রচয়িতার অনুমতি ছাড়া কপি করা, পুনরুৎপাদন করা, রূপান্তর করা বা অভিযোজন করা, বাজারজাত করা, লাইসেন্স প্রদান এবং জনসম্মুখে প্রদর্শনী করা বাংলাদেশ কপিরাইট আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ।
© কপিরাইট রেজিস্ট্রেশন করার সুফলঃ
কপিরাইট রেজিস্ট্রেশন করার সবচেয়ে বড় সুফল হচ্ছে, যে কোন সৃজনশীল কর্মকেই মূল প্রণেতা বা রচয়িতা একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার ও নিয়ন্ত্রণের পূর্ণ আইনী অধিকার লাভ করেন। এতে অন্য কেউ কর্মটি প্রণেতা বা রচয়িতার অনুমতি ব্যতিত ব্যবহার করতে পারেনা।
© কপিরাইট না করার ফলঃ
কপিরাইটনা করার কুফল হচ্ছে, মূল প্রণেতা বা রচয়িতার অগোচরে যে কেউ সৃজিত কর্মটি দখল করে অনৈতিকভাবে আর্থিক লাভবান হওয়ার পাশাপাশি কর্মটি নিজের বলেও দাবি করতে পারে। অতএব, মেধাসম্পদকে রক্ষা করতে হলে কপিরাইট রেজিস্ট্রেশন করার কোন বিকল্প নেই।
© কপিরাইট রেজিস্ট্রেশনের গুরুত্বঃ
সৃজনশীলব্যক্তি তার সৃজিত কর্মটিকে সংরক্ষণ করা, বেদখল হওয়ার হাত থেকে রক্ষা করা এবং রয়্যালিটি এর সুবিধা ভোগ করতে চাইলে তাকে অবশ্যই কর্মটির কপিরাইট রেজিস্ট্রেশন করতে হবে। এই বিষয়গুলোর দিকে লক্ষ্য করলে কপিরাইট রেজিস্ট্রেশন করা খুবই গুরুত্বপূর্ণ।
© মেধাসম্পদের মধ্যে যে কর্মগুলোর কপিরাইট রেজিস্ট্রেশন করা গুরুত্বপূর্ণঃ
সংগীতকর্ম, নাট্যকর্ম, চলচ্চিত্রকর্ম, সাহিত্যকর্ম, ফটোগ্রাফ, স্কেচ, কম্পিউটার-সফটওয়্যারকর্ম, কম্পিউটার গেইম, ডাটাবেইজ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম।
© আমরা যে সকল সৃজনশীল কর্মের কপিরাইট রেজিট্রেশন সংক্রান্ত পরামর্শ ও সেবা প্রদান করে থাকিঃ
◾ সংগীতকর্ম (গান, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, রেকর্ড লেবেল, ইউটিউব চ্যানেল)
◾ নাট্যকর্ম (রচয়িতা, প্রযোজক)
◾ চলচ্চিত্রকর্ম (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, শর্টফিল্ম, টেলিফিল্ম, নাটক, প্রযোজক)
◾ বিজ্ঞাপনকর্ম
◾ ডকুমেন্টারি
◾ মিউজিক ভিডিও
◾ টিউটোরিয়াল
◾ টেলিভিশন প্রোগ্রাম (স্যাটেলাইট ও আইপি টিভি)
◾ রিয়েলিটি শো (স্যাটেলাইট ও আইপি টিভি)
◾ ইউটিউব, ফেসবুক ভিডিও কনটেন্ট
◾ সাহিত্যকর্ম
◾ শিল্পকর্ম (চারু ওকারুকলাসংক্রান্ত)
◾ ফটোগ্রাফ
◾ স্কেচ
◾ কম্পিউটার-সফটওয়্যারকর্ম
◾ কম্পিউটার গেইম
◾ ডাটাবেইজ
◾ ওয়েবসাইট
◾ সোশ্যাল মিডিয়া (ইউটিউব, ফেসবুক ইত্যাদি)
◾ ডিজিটাল প্ল্যাটফর্ম।
কপিরাইট একটি জটিল বিষয়। তাই এর বাইরেও কপিরাইট সংক্রান্ত অনেক বিষয় আছে। সেগুলোর পরামর্শও সহযোগিতা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার অফিসিয়াল ওয়েবসাইটে (www.fahimfaisalofficial.com) কপিরাইট সংক্রান্ত নানা আর্টিক্যাল প্রকাশ করি। সময় পেলে পড়বেন। কোন পরামর্শ প্রয়োজন হলে এই মাধ্যমে যোগাযোগ করবেন https://insightcommunication.net/online-consultation/
আশাকরি আপনাদেরকে সুপরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ।
সবাইকে ভালোবাসা।
©️ফাহিম ফয়সাল
সংগীতশিল্পী, সংগীতপরিচালক, মাল্টিমিডিয়া স্পেশালিস্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইটি প্রফেশনাল, কপিরাইট-ট্রেডমার্ক গবেষক-বিশ্লেষক-পরামর্শক।
www.fahimfaisalofficial.com