বিস্তারিত আরো পড়ুন

সৃজনশীল কর্ম কেন কপিরাইট করবেন?

ব্লগ  |  মিডিয়া  |  ফাহিম ফয়সাল

২০২৩-০২-২৮ ০৯:৩৩

সৃজনশীল কর্ম কেন কপিরাইট করবেন?

উন্নতবিশ্বে সৃজনশীল কর্ম রক্ষায় কপিরাইট বিষয়ক সচেতনতা ও কার্যক্রম অনেক আগে থেকেই হয়ে আসছে। তারা সবসময় কপিরাইটের বিষয়ে সচেতন। তারা সবসময় পাইরেটেড বা নকল কনটেন্ট এড়িয়ে চলে। যার ফলে তাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি দিন দিন উন্নতির দিকেই যাচ্ছে। এতে তারা আর্থিক সুফলও ভোগ করছে।

আশার দিক হচ্ছে, আমাদের দেশে সরকারী-বেসরকারী পর্যায়ে নানা উদ্যোগের ফলে এখন মানুষ সচেতন হচ্ছেন। সৃজনশীল কর্ম রক্ষায় কপিরাইট রেজিস্ট্রেশন করছেন। তবে এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, কোন না কোন সমস্যায় পড়লে তখনই ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাঝে কপিরাইট রেজিস্ট্রেশন করার তাড়না দেখা দেয়। যেহেতু আমার কাছে প্রতিনিয়ত কেউ না কেউ কপিরাইট সংক্রান্ত নানা সমস্যায় পড়ে সমাধানের উদ্দেশ্যে যোগাযোগ করেন সেহেতু আমি সবসময় চেষ্টা করি সবাইকে এমন একটি পরামর্শ দিতে যাতে তারা উপকৃত হতে পারেন। 

এবার খুব সাধারনভাবে যদি বলি তাহলে বলতে হয়, ধরুন আপনি একটি জমি, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ী কিনেছেন। এগুলো হয়ত আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করার উদ্দেশ্যে অথবা বাণিজ্যিকভাবে ব্যবহার করে আয় করার উদ্দেশ্যে কিনেছেন। তখন আপনি শুরুতে কি করেন? নিশ্চই এসবের মালিকানার জন্য একটি দলিল বা মালিকানাপত্র করে নেন। আর তা না হলে যে কোন সময়ে, যে কোন উপায়ে আপনার এই সম্পত্তিগুলো বেহাত বা বেদখল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে শতভাগ। তাই নয় কি?

তদ্রুপ আপনার সৃজনশীল কর্ম রক্ষায় কপিরাইট রেজিস্ট্রেশন করা মানেই হচ্ছে আপনি সে কর্মটির নৈতিক, আর্থিক, বাণিজ্যিক অধিকার লাভ করলেন। কপিরাইট রেজিস্ট্রেশন সার্টিাফকেট হচ্ছে আপনার সৃজনশীল কর্মের দলিল বা মালিকানাপত্র। যা দেশীয় বা আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব বহন করে। 

এখন আপনার মনে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক যে, এতো এতো কর্মের মধ্যে কপিরাইট রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে আমার হাতে শেকল পরানোর মতো অবস্থা হওয়া। তাহলে আমি কি এসব ঝামেলার পেছনে দৌড়াবো নাকি ক্রিয়েটিভ ওয়ার্ক করবো? এতেতো অনেক সময় অপচয় হবে ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন। এর খুব সহজ উত্তর হচ্ছে, যেহেতু আমরা এখন ডিজিটাল ওয়ার্ল্ডে বসবাস করছি। তাই বর্তমান বিশ্বে মেধাস্বত্ত্বের সাথে সংশ্লিষ্ট যা যা আছে তা রক্ষা করতে হলে আপনাকে অবশ্যই কপিরাইট রেজিস্ট্রেশন করতে হবে। তা না হলে যে কোন সময়ে যে কোন স্থান থেকে তা বেদখল, বেহাত বা চুরি হয়ে অন্য একজন সেটির নৈতিক, আর্থিক বা বাণিজ্যিক মালিক হয়ে যাওয়ার শতভাগ ঝুঁকি থাকে।

তাহলে কি আপনি আপনার সকল সৃজনশীল কর্ম কপিরাইট করবেন? 
এই ক্ষেত্রে আমার কাছ থেকে সবসময়ের পরামর্শ থাকবে, সামর্থ্য থাকলে সকল কর্মেরই কপিরাইট রেজিস্ট্রেশন করা উচিত। আর সামর্থ্য না থাকলে আপনার কাজের গুরুত্বের আলোকে কপিরাইট রেজিস্ট্রেশন করে তা রক্ষা করাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

কপিরাইট একটি জটিল বিষয়। তাই এর বাইরেও কপিরাইট সংক্রান্ত অনেক বিষয় আছে। সেগুলোর পরামর্শ ও সহযোগিতা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 

ফাহিম ফয়সাল
সংগীতশিল্পী, সংগীতপরিচালক, মাল্টিমিডিয়া স্পেশালিস্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কপিরাইট-ট্রেডমার্ক গবেষক-বিশ্লেষক-পরামর্শক।  
fahimfaisalinfo@gmail.com