বিস্তারিত আরো পড়ুন

গানের রি-অ্যারেঞ্জমেন্টস ও কপিরাইট

ব্লগ  |  মিডিয়া  |  ফাহিম ফয়সাল

২০২২-১১-২৭ ০৩:১২

গানের রি-অ্যারেঞ্জমেন্টস ও কপিরাইট

ফাহিম ফয়সালঃ প্রায়শ অনেকেই একটি বিষয়ে প্রশ্ন করেন। আর সেটি হচ্ছে গানের রি-অ্যারেঞ্জমেন্টস করার পর গানটির কপিরাইট কে দাবি করতে পারবে?

মূল বিষয় হচ্ছে- আপনি যদি কোন নতুন বা পুরাতন গানের রি-অ্যারেঞ্জমেন্টস (নিউ মিউজিক্যাল কম্পোজিশন, নিউ ভয়েস রেকর্ডিং, নিউ সাউন্ড/অডিও রেকর্ডিং) করেন তাহেল আপনি কি সেই গানটির সেই নতুন ভার্সনের মালিক হতে পারেন বা সেই ভার্সনটির অর্থ ভোগ করতে পারেন?

উত্তরঃ প্রথমত কথা হচ্ছে গানটির গীতিকার, সুরকার এর নিকট হতে আপনাকে গানের বাণী ও সুর অবিকৃত রাখার শর্তে রি-অ্যারেঞ্জমেন্টস করার জন্য অবশ্যই লিখিত অনুমতি (NOC) নিতে হবে। এই অনুমতি (NOC)তে গানের রয়্যালিটির বিষয়টিও উল্লেখ থাকা উত্তম। লিখিত অনুমতি (NOC) নেওয়ার পর (চুক্তি অনুযায়ি) গানটির রি-অ্যারেঞ্জমেন্টস যদি আপনার নিজস্ব অর্থায়ন বা বিনিয়োগে হয় তাহলে এককভাবে সেই নতুন ভার্সনটির মালিক বা গানটির আর্থিক লাভ-ক্ষতির ভাগিদার হবেন আপনি। আর গানটির অর্থায়ন বা বিনিয়োগ যদি অন্য কোন পক্ষ কর্তৃক হয় এবং শুধুমাত্র রি-অ্যারেঞ্জমেন্টস আপনার দ্বারা সম্পন্ন হয় তবে ভবিষ্যত জটিলতা নিরসনের লক্ষ্যে গানটির নতুন ভার্সনের বিস্তারিত বিষয় এবং শর্ত চুক্তিতে উল্লেখ করে উভয়ের সম্মতি, উভয়ের স্বাক্ষর এবং স্বাক্ষীর স্বাক্ষরে একটি ডিড ডকুমেন্টস বা MOU (Memorandum Of Understanding) করা উত্তম। যাতে পরবর্তীতে কোন জটিলতা সৃষ্টি হলে ঐ ডিড ডকুমেন্টস বা MOU (Memorandum Of Understanding) এর আলোকেই সমস্যার সমাধান করা যায়। 

এই ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য যে, এটি কিন্তু চলচ্চিত্র বা ফিল্মের গানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, কপিরাইট আইন অনুযায়ি সারা বিশ্বেই চলচ্চিত্র বা ফিল্মের গানের ক্ষেত্রে এককভাবে গানটির আর্থিক লাভ বা ক্ষতির ভাগিদার হন প্রযোজক বা চলচ্চিত্র/ফিল্মের বিনিয়োগকারী। অবশ্য যদি প্রযোজকের সাথে রয়্যালিটি শেয়ারের বিষয়ে কনো চুক্তি হয়ে থাকে তবে তা ব্যতিক্রম বা ভিন্ন বিষয়। 

এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, গানটির নতুন ভার্সনের কপিরাইট এর মূল স্বত্বাধিকারী (মোরাল রাইটস) কিন্তু উপরোল্লেখিত উভয় পক্ষের কেউই শুধুমাত্র গীতিকার, সুরকার না হওয়ায় হতে পারবেন না। উনারা হতে পারবেন শুধুমাত্র 'কমার্শিয়াল রাইটস' এর অধিকারি।

কপিরাইট একটি জটিল বিষয়। তাই এর বাইরেও কপিরাইট সংক্রান্ত অনেক বিষয় আছে। সেগুলোর পরামর্শও সহযোগিতা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 

আমার অফিসিয়াল ওয়েবসাইটে (www.fahimfaisalofficial.comকপিরাইট সংক্রান্ত নানা আর্টিক্যাল প্রকাশ করি। সময় পেলে পড়বেন। কোন পরামর্শ প্রয়োজন হলে এই মাধ্যমে যোগাযোগ করবেন https://insightcommunication.net/online-consultation/  

আশাকরি আপনাদেরকে সুপরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। 

সবাইকে ভালোবাসা।

©️ফাহিম ফয়সাল
সংগীতশিল্পী, সংগীতপরিচালক, মাল্টিমিডিয়া স্পেশালিস্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইটি প্রফেশনাল, কপিরাইট-ট্রেডমার্ক গবেষক-বিশ্লেষক-পরামর্শক।  
www.fahimfaisalofficial.com