বিস্তারিত আরো পড়ুন

মেধাস্বত্বের মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা 'ডিজাইন'

ব্লগ  |  মিডিয়া  |  ফাহিম ফয়সাল

২০২২-১২-২৬ ০২:০৮

মেধাস্বত্বের মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা 'ডিজাইন'

ফাহিম ফয়সালঃ মেধাস্বত্বের নানা শাখার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে 'ডিজাইন' বা 'নকশা'। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক মৌলিক কোন ডিজাইন নির্মাণ করা হয় তখন সেটির মূল প্রণেতা বা মালিক হচ্ছে সে ব্যক্তি বা প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক ভাবে ডিজাইনটি মূল প্রণেতা বা মালিকের অনুমতি ব্যতিত কোথাও ব্যবহারের কোন সুযোগ নেই। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই ডিজাইনটি মূল প্রণেতা কর্তৃক অনুমতি ব্যতিত কোথাও ব্যবহার করে তবে তা অবৈধ বলেই বিবেচিত হবে।

কারণ তাতে মূল প্রণেতা তার ন্যায্য অধিকার, সম্মানী বা রয়্যালিটি হতে বঞ্চিত হচ্ছেন। আর কপিরাইট আইনের এটাই বড় শক্তি। 

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অনুমতি ছাড়া কারো ডিজাইন ব্যবহার করে আর সেই ডিজাইনের মূল প্রণেতা বা স্বত্তাধিকারী যদি সঠিক উপায়ে ক্লেইম বা অভিযোগ করে তবে তার জন্য গুণতে হতে পেরে মোটা অঙ্কের অর্থ। শুধু তাই নয় কপিরাইট লঙ্ঘনের দায়ে জেল খাটার মতো শাস্তিও হতে পারে। সুতরাং, এই সকল বিষয়ে সর্বদা সচেতন থাকাই উত্তম। 

কপিরাইট একটি জটিল বিষয়। তাই এর বাইরেও কপিরাইট সংক্রান্ত অনেক বিষয় আছে। সেগুলোর পরামর্শও সহযোগিতা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 

আমার অফিসিয়াল ওয়েবসাইটে (www.fahimfaisalofficial.comকপিরাইট সংক্রান্ত নানা আর্টিক্যাল প্রকাশ করি। সময় পেলে পড়বেন। কোন পরামর্শ প্রয়োজন হলে এই মাধ্যমে যোগাযোগ করবেন https://insightcommunication.net/online-consultation/  

আশাকরি আপনাদেরকে সুপরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। 

সবাইকে ভালোবাসা।

©️ফাহিম ফয়সাল
সংগীতশিল্পী, সংগীতপরিচালক, মাল্টিমিডিয়া স্পেশালিস্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইটি প্রফেশনাল, কপিরাইট-ট্রেডমার্ক গবেষক-বিশ্লেষক-পরামর্শক।  
www.fahimfaisalofficial.com