সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অধিকার নিয়ে ‘প্রতিবন্ধী মানুষ’ শিরোনামে বিশেষ সচেতনতা ও উৎসাহমূলক গান নির্মাণ করেছেন সংগীতশিল্পী ফাহিম ফয়সাল। প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাঈদ চৌধুরীর গীতি কবিতায় গানের সুর এবং সংগীতায়োজনও করেছেন শিল্পী নিজেই।
এ প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, প্রতিবন্ধীরা আমাদের আপনজন। তারা স্রষ্টার বিশেষ সৃষ্টি। তারা প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। অথচ আমাদের সমাজে প্রতিবন্ধীরা অবহেলা-অনাদরে কাটায় তাদের জীবন। কিন্তু তাদের কিছুতেই অবহেলা করা উচিত নয়। পরিবার থেকে শুরু করে আত্মীয়-পরিজন, প্রতিবেশী সবাই তাদের খাটো করে দেখে থাকেন। সমাজের বাকি সদস্যদের মতো স্বাভাবিক জীবনযাপনের অধিকার তাদেরও আছে। তবে খুবই দুঃখজনক বিষয় হলো, জীবনের প্রতিটি ধাপে তারা অবহেলার স্বীকার হন। আমার দীর্ঘদিনের ইচ্ছের প্রতিফলন এই জনগোষ্ঠী নিয়ে সমাজ সচেতনতা ও উৎসাহমূলক গানটি নির্মাণ করা।
গীতিকবি অত্যন্ত চমৎকারভাবে গানের বাণীতে প্রতিবন্ধী মানুষের অসহায়ত্ব ও আমাদের করণীয় কী- সেসব বিষয় তুলে ধরেছেন। বর্তমানে আমার ইউটিউব চ্যানেল থেকে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করেছি। শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশ করব; যা বিভিন্ন লোকেশনে এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণে চিত্রায়িত হয়েছে।
দর্শক-শ্রোতারা ‘প্রতিবন্ধী মানুষ’ গানটি শুনতে পাবেন ফাহিম ফয়সালের ইউটিউব চ্যানেল ‘ফাহিম ফয়সাল অফিসিয়াল’-এ (youtube.com/c/FahimFaisalOfficial)।
ফাহিম ফয়সাল আরও জানান, তার স্টুডিওতে জমা হয়ে গেছে নতুন অনেক গান, পাশাপাশি আরও নতুন গান নির্মাণ করছেন। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে। বর্তমানে গানের পাশাপাশি ফাহিম ফয়সাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং কপিরাইট সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম ও গবেষণা নিয়েও ব্যস্ত সময় পার করছেন।