নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল। গানটির শিরোনাম 'প্রাণ খুলে ডাকি তোমারে'। প্রখ্যাত কথাসাহিত্যিক, কবি ও সাংবাদিক সাঈদ চৌধুরী'র গীতিকবিতায় এ সূফী গানটির সুর ও সঙ্গীতপরিচালনা করেছেন শিল্পী নিজেই।
গানটি প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, ''আমি সবসময় চেষ্টা করি এমন একটি সুর করতে যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অসাধারণ সব বাক্যমালায় সমৃদ্ধ নতুন এই সূফী গানটি। তাই এর বাণী হাতে পাওয়ার পর গানের ভেতর শুরু হয় আমার সুরের ভ্রমণ। সেই ভ্রমণ শেষে শ্রোতাদের জন্য গানটি অবমুক্ত করলাম। সুর, সঙ্গীতায়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দেওয়ার বিষয়েও খুবই গুরুত্ব দিয়েছি। আমার বিশ্বাস শ্রোতারা তাদের পছন্দের শীর্ষে রাখবেন এই সূফী গানটি। গানটি প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেল 'ফাহিম ফয়সাল অফিসিয়াল' এ ('প্রাণ খুলে ডাকি তোমারে' লিংক: https://www.youtube.com/watch?v=kFX8Cs8po7I )। এই গানের আরও একটি বিশেষত্ব হলো, গানটিতে গীতিকবিতার আলোকে ইংরেজি সাবটাইটেল ব্যবহার করেছি। যাতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমাদের প্রবাসী নতুন প্রজন্ম এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন দেশের মানুষও গানটি শুনার পাশাপাশি উপভোগ করতে পারেন।''
ফাহিম ফয়সাল জানান, নিয়মিত নতুন নতুন গান প্রকাশ অব্যাহত থাকবে। নিজের গানের পাশাপাশি অন্যদের জন্যও গান নির্মাণ করছেন, সঙ্গীতায়োজন করছেন। যেগেুলো পর্যায়ক্রমে প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে।
বর্তমানে গানের পাশাপাশি ফাহিম ফয়সাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, লাইভ কনসার্ট এবং কপিরাইট সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম ও গবেষণা নিয়েও ব্যস্ত সময় পার করছেন।
'প্রাণ খুলে ডাকি তোমারে' লিংক: https://www.youtube.com/watch?v=kFX8Cs8po7I
সূত্র: https://www.bd-pratidin.com/entertainment-news/2022/02/18/741701?fbclid=IwAR15aeXr-oGRgRLEYyOc4KNHtxlkruOt7eA9pE0IJS-NgzxH59Z4TOXyb_A