About Fahim Faisal

ফাহিম ফয়সালের পরিচিতি

গুগল ভেরিফায়েড ব্যক্তিত্ব ফাহিম ফয়সাল হচ্ছেন একজন সংগীতশিল্পী, সুরকার, সংগীতপ্রযোজক, মাল্টিমিডিয়া বিশেষজ্ঞ, উদ্যোক্তা, সামাজিক-সাংস্কৃতিক কর্মী এবং শিক্ষাবিদ। 

ফাহিম ফয়সাল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি মাল্টিমিডিয়া ও আইটি শিল্পের উপর গভীর গবেষণা শুরু করেন। তিনি একজন কপিরাইট-গবেষক-বিশ্লেষক-মেধাস্বত্ব অধিকারের পরামর্শদাতা। তিনি সরকারি পৃষ্ঠপোষকতায় কপিরাইট সচেতনতার উপর দেশের প্রথম ডকুমেন্টারি নির্মাণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। 

ফাহিম ফয়সাল এক যুগেরও বেশি সময় ধরে ব্যাপক দক্ষতার সাথে মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে (টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট) কাজ করছেন। তিনি মাল্টিমিডিয়া বিশেষজ্ঞ হিসেবে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি একজন উদ্যোক্তা এবং স্বপ্নদ্রষ্টা। ২০০৯ সালে তথ্য প্রযুক্তিতে তার আগ্রহের কারণে, তিনি বাংলাদেশে প্রথম জনপ্রিয় বিনোদন, ফ্যাশন এবং লাইফস্টাইল নিউজ পোর্টাল প্রতিষ্ঠা করেন, যার নাম 'বিনোদনবিডি ডটকম'। 

1641401228-61d5cb8ca6727.png

ফাহিম ফয়সাল দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ এবং সার্টিফিকেট পেয়েছেন। তিনি নেতৃত্ব, যোগাযোগ, বিপণন, টিমওয়ার্ক, ব্যবস্থাপনা, সৃজনশীল এবং আইটি ক্ষেত্রে ভূমিকা রাখায় প্রশংসাপত্র অর্জন করেছেন। তিনি ক্রিয়েটিভ এবং আইটি সম্পর্কিত বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। ফাহিম ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও গ্যোটে ইনস্টিটিউট থেকে ডিগ্রি প্রাপ্ত হন।

 

একজন সংগীতশিল্পী হিসেবে ফাহিম ফয়সাল নিয়মিতভাবে বিটিভি, এনটিভি, এটিএন বাংলা, বাংলাভিশন, আরটিভি, এশিয়ান টিভি, এসএ টিভি, ইটিভি, ইন্ডিপেনডেন্ট টিভি, গাজি টিভি, এটিএন নিউজ, ডিবিসি টিভি, দেশ টিভি, রেডিও টুডে, এবিসি রেডিও, ঢাকা এফএম, রেডিও স্বাধীন এবং আরও অনেক চ্যানেলের টক শোতে অংশগ্রহণের পাশাপাশি এবং সংগীত পরিবেশনা করেন। তিনি কমার্শিয়াল এবং দাতব্য কনসার্টেও নিয়মিত সংগীত পরিবেশনা করেন।

ফাহিম ফয়সাল প্রতিষ্ঠানসমূহ-

  • ইনসাইট কমিউনিকেশন (বিজ্ঞাপনি সংস্থা)
  • ভার্সডসফ্ট (তথ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠান) 
  • সাউন্ডড্রপ স্টুডিও (অডিওভিজ্যুয়াল স্টুডিও) 
  • মিউজিক ভিলেজ (রেকর্ড লেবেল) 
  • বইবার্তা (বই সম্পর্কিত বুলেটিন) 

সংযোগ 


Biography About Fahim Faisal

Google Verified Personality Fahim Faisal is Singer, Composer, Music Producer, Multimedia Specialist, Entrepreneur, Socio-cultural Activist and Educator.

Fahim Faisal began intensive research on the Multimedia & IT industry, alongside studies in University. Fahim Faisal is the Copyright-Researcher-Analyst-Consultant at Intellectual Property Rights (IPRs). He has made the country’s first documentary on copyright awareness by the government patronage. He teaches at the university. 

Biography About Fahim Faisal

Fahim Faisal has been working in various fields of media (television media, print media, advertising and event management) with great expertise for over a decade. He worked for several large organizations as a Multimedia Specialist. He actively participates in various IT related activities. He is an entrepreneur and dreamer. Earlier, in 2009, due to his interest in information technology, he established the first popular entertainment, fashion and lifestyle news portal in Bangladesh, name is ‘Binodonbd.com’.

Fahim Faisal has received domestic and international professional training and certification. He have attained several certificates of achievements in the fields of Leadership, Communication, Marketing, Teamwork, Management, Creative, and IT.

He has received various awards to Creative and IT related. Fahim Faisal has extensive experience in analyzing, developing, and maintaining inventory management systems for IT firms.

Fahim Faisal degrees from University of Dhaka. As a Musician Fahim Faisal regularly performed & attend talk show on BTV, NTV, ATN Bangla, Bangla Vision, RTV, Asian TV,  SA TV,  ETV, Independent TV,  GAZI TV,  ATN News, DBC TV, Desh TV, Radio Today, ABC Radio, Dhaka F.M, Radio Shadhin & More. He is regular performer of commercial & charity concerts.


Fahim Faisal also the Founder of-
• Advertising agencies ‘Insight Communication’ 
• Information Technology Company ‘Versedsoft’
• Audiovisual studio ‘Sounddrop Studio’
• Record label ‘Music Village’ 
• Book related bulletin ‘Boibarta’

Quick Links 
Fahim Faisal’s Stage Show (Live)   
Digital Biography  
Google Verified Personality 
Official Fan Page: Fahim Faisal 
YouTube Channel 
LinkedIn 
Twitter 

Name: Faisal Amin Kazi.
Well-known name: Fahim Faisal.
Country: Bangladesh.