বিস্তারিত আরো পড়ুন

মেধাস্বত্বের মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা 'ডিজাইন'

ব্লগ  |  মিডিয়া  |  ফাহিম ফয়সাল

২০২২-১২-২৬ ০২:০৮

মেধাস্বত্বের মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা 'ডিজাইন'

মেধাস্বত্বের নানা শাখার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে 'ডিজাইন' বা 'নকশা'। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক মৌলিক কোন ডিজাইন নির্মাণ করা হয় তখন সেটির মূল প্রণেতা বা মালিক হচ্ছে সে ব্যক্তি বা প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক ভাবে ডিজাইনটি মূল প্রণেতা বা মালিকের অনুমতি ব্যতিত কোথাও ব্যবহারের কোন সুযোগ নেই। যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই ডিজাইনটি মূল প্রণেতা কর্তৃক অনুমতি ব্যতিত কোথাও ব্যবহার করে তবে তা অবৈধ বলেই বিবেচিত হবে।

কারণ তাতে মূল প্রণেতা তার ন্যায্য অধিকার, সম্মানী বা রয়্যালিটি হতে বঞ্চিত হচ্ছেন। আর কপিরাইট আইনের এটাই বড় শক্তি। 

ফাহিম ফয়সাল 
সংগীতশিল্পী, সংগীতপরিচালক, কপিরাইট গবেষক-বিশ্লেষক-পরামর্শক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক।