'প্রাণ খুলে ডাকি তোমারে' লিরিক | Pran Khule Daki Tomare Sufi Song by Fahim Faisal-Lyric
আরশ থেকে আলোর ঝলকানি
দেখে দেখে পায়রার মতো
ঘুম থেকে জাগি বারবার।
প্রাণখুলে ডাকি তোমারে
হে পরওয়ারদেগার।।
🎶 পশু-পাখি সকলের মালিক তুমি
যারা আছে সমুদ্র তলে
পাহাড়ে ও গুহায়।
কুল মাখলুকাত ফিরেনা শুন্য হাতে
সবার কিসমতে শস্যদানা জুটে
তোমার এলাহী কারবার।
প্রাণখুলে ডাকি তোমারে
হে পরওয়ারদেগার।।
🎶 আকাশে, চাঁদ-সুরুজ, গ্রহমালা
আর জমিনে, অগনিত ফল-ফসল
সাজিয়েছ তব নকশায়।
তোমার হুকুমে, অনাদি কাল ধরে
অক্লান্ত বিষ্ময়ে, ভেসে ভেসে যায়
আকাশ ছোয়া মেঘভার।
প্রাণখুলে ডাকি তোমারে
হে পরওয়ারদেগার।।
🎶 ক্ষমা করো, আরশের অধিপতি
তোমার করুনা না পেলে
কবরে কী হবে উপায়।
হৃদয়ের, অঞ্জলিতে চোখ ভিজে
তোমার মহিমা ছাড়া-নেই যে রেহাই
অসহায় এ বান্দার।
প্রাণখুলে ডাকি তোমারে
হে পরওয়ারদেগার।।
প্রাণ খুলে ডাকি তোমারে
গীতিকবি: সাঈদ চৌধুরী
সুর, সঙ্গীত ও কণ্ঠ: ফাহিম ফয়সাল
Lyric: Sayed Chowdhury (Journalist, Poet, Novelist)
Melody, Music & Artist: Fahim Faisal
𝘾𝙤𝙥𝙮𝙧𝙞𝙜𝙝𝙩 © Fahim Faisal
Pran Khule Daki Tomare Sufi Song by Fahim Faisal | EXLUSIVE 4K Music Video | প্রাণ খুলে ডাকি তোমারে
Video Link: https://youtu.be/_I-6RXDrw0c
আমার অফিসিয়াল ওয়েবসাইটে (www.fahimfaisalofficial.com) কপিরাইট সংক্রান্ত নানা আর্টিক্যাল প্রকাশ করি। সময় পেলে পড়বেন। কোন পরামর্শ প্রয়োজন হলে এই মাধ্যমে যোগাযোগ করবেন https://insightcommunication.net/online-consultation/
আশাকরি আপনাদেরকে সুপরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ।
সবাইকে ভালোবাসা।
©️ফাহিম ফয়সাল
সংগীতশিল্পী, সংগীতপরিচালক, মাল্টিমিডিয়া স্পেশালিস্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইটি প্রফেশনাল, কপিরাইট-ট্রেডমার্ক গবেষক-বিশ্লেষক-পরামর্শক।
www.fahimfaisalofficial.com