বিস্তারিত আরো পড়ুন

সংগীতশিল্পী ফাহিম ফয়সাল এর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের 'ঈদ বস্ত্র বিতরণ'

সংবাদ  |  মিডিয়া  |  ফাহিম ফয়সাল

২০২৩-০৪-১৮ ০২:০২

সংগীতশিল্পী ফাহিম ফয়সাল এর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের 'ঈদ বস্ত্র বিতরণ'

রাজধানী ঢাকায় সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে 'ঈদ উপহার কর্মসূচী'তে বস্ত্র বিতরণ করেছে 'একিপ ফাউন্ডেশন'।

১৭ এপ্রিল সোমবার ঢাকার উত্তরখান এলাকায় শতাধিক শিশু-কিশোর ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন একিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান সংগীতশিল্পী ফাহিম ফয়সাল, জেনারেল সেক্রেটারি মিনহাজুল আবেদীন শরীফ, আলতাফ হোসাইন, আবদুর রব, শামিল আব্দুল্লাহ, রাকিবুল ইসলাম প্রমুখ।

আয়োজন সম্পর্কে সংগীতশিল্পী ও একিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহিম ফয়সাল বলেন, ''আমি দীর্ঘদিন যাবত সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছি। বিভিন্ন সময়ে অসহায় মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে যথাসাধ্য চেষ্টা করেছি। আগে ব্যক্তিগতভাবে এই দাতব্য কাজগুলো করতাম আর এখন প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি। বড় পরিসরে সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের উন্নয়নে আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ বাড়বে বলে আমি আশাবাদি। যে কোন উদ্যোগই ব্যক্তিগতভাবে শুরু হলেও পরবর্তীতে সবার অংশগ্রহণ ও সহযোগিতায় তা আরও বড় পরিসরে রুপান্তরিত হয় এবং পূর্ণতা লাভ করে। আমাদের এই সামষ্টিক উদ্যোগে অনেকেই সহায়তা করেছেন। তাদের সকলের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের নিয়ে আমি গানও গেয়েছি। গণসচেতনতা সৃষ্টিতে গানটি খুবই সহায়ক হয়েছে।  আগামীতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।''

একিপ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মিনহাজুল আবেদীন শরীফ বলেন, একিপ ফাউন্ডেশন অলাভজনক একটি দাতব্য প্রতিষ্ঠান। আমরা সমাজের বিত্তবানদের দানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, দেশপ্রেম ও মূল্যবোধের বিকাশ সাধনে কাজ করছি। মানুষ হিসেবে তাদেরও অধিকার আছে সুবিধা পাওয়ার। যা বাস্তবায়িত হলে দারিদ্র বিমোচন হবে এবং সমাজ ও রাষ্ট্রের সমতা ফিরে আসবে।